Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

রুপকল্প(Vision): প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

অভিলক্ষ্য(Mission): জাতীয় লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর,সমতাভিত্তিক,নৈতিকতাসমৃদ্ধ ও দেশপ্রেমিক দক্ষ জনশক্তি তৈরি। 

সিটিজেন চার্টারঃ

ক্রঃ নং

সেবার ধরন

 

সেবা প্রদান পদ্ধতি

সময়কাল

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ও স্বীকৃতি নববায়ন

কর্তৃপক্ষের নির্দেশক্রমে বেসরকারী শিক্ষঅ প্রতিষ্ঠানের অনুমতি প্রদান , স্বীকৃতি নরবায়ন ও বিদ্যারয়/মাদরাসা স্থাপনের পূর্বানুমতি প্রদানের জন্য পরিদর্শনের মাধ্যমে উপযুক্ততা যাচাইকরণ এবং প্রতিবেদন   সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/আঞ্চলিক অফিস/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়।

পরিদর্শনের পর ০২(দুই) সপ্তাহ

জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভাতাদী প্রদান

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য মতামত আঞ্চলিক অফিস , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় প্রেরণ। কোন আর্তিক ও শৃংখলাজনিত অনিয়মের কারণে প্রয়োজনবোধে বেতনভাতাদীর সরকারী অংশ সাময়িক স্থগিতকরণ এবং প্রতিবেদন মাউশি অধিদপ্তরে প্রেরণ।

০১ (এক)সপ্তাহ

জেলা শিক্ষা অফিসার

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং

 কমিটি গঠনের সুপারিশ ও এডহক

কমিটির শিক্ষক প্রতিনিধি মনোয়নসহ

সুপারিশ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও আঞ্চলিক

উপ-পরিচালকের অফিসে  দপ্তরে প্রেরণ ।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার

প্রশাসনিক

আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন ও অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দের বার্ষিক গোপনীয় অনুবেদন, ছুটি ও অন্যান্য আর্থিক মঞ্জুরী প্রদান

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার

শিক্ষার গুণগত মান উন্নয়ন

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে  সভা সেমিনার আয়োজন ও মনিটরিং তত্বাবধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন প্রদান।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার , সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তা।

সহশিক্ষা কার্যক্রম

স্কাউটস্, গার্লস গাইড, বৃক্ষ রোপন, বিভিন্ন জাতীয় দিবস পালন ও জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার ।

   
         

সমন্বয়

জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয়সাধন উন্নয়নকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার , সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তা।

তথ্য পরিসংখ্যান , গবেষণা ও হালনাগাদ

বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ, স্টাডি তথ্য অনুসন্ধান ও গবেষণা কার্য পরিচালনা।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার, সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তা।

প্রশিক্ষণ

শিক্ষকবৃন্দের মানোন্নয়নের জন্য বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণের আয়োজন ও  প্রশিক্ষনার্থী মনোয়ন ।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার, সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তা।

১০

অভিযোগ নিষ্পত্তি

কোন অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক নিস্পত্তিকরন ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগতকরণ।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার , সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তা।

১১

উন্নয়ন কর্মকান্ড তদারকি

শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম তদারকি ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগতকরণ।

প্রয়োজনানুযায়ী

জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার , সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তা।

 

 

ছবি

 

সংযুক্তি

 

সংযুক্তি (একাধিক)